Thursday, November 5, 2015

ঝগড়ুটে সময়

ঝগড়ুটে সময়
................. ঋষি
==================================================
নিজেকে ভোলাতে বব ডিলন  শুনছি
শুনছি আকাশ থেকে নেমে আসা পাখির পালক।
আরে একে ভাসা  বলে হাওয়াতে
আরে একে পালানো বলে সময় থেকে।
নিজের সাজানো বাড়ির ওয়েটিংরুমে বাঁচা
আর বাকিটা খাঁচা  ,শূন্য খাঁচা।

সময় বলছে  জাগতে
ঘুম ভেঙ্গে  পড়শীর হাঁড়িতে দেখি ঝগড়া হৃদয়ের।
আর নিজের ভিতর ঝগড়ুটে  সময়
সমানে হাতাহাতি,মারামারি  নিজের ভিতর।
পড়শীর বারান্দায় দেখি চলন্তিকা দাঁড়িয়ে নীল কার্ডিগানে
আর তার বুকের ওমে লুকোনো না বলা।
সময় আমাকে ডাকছে পাখির পালকের মতন নেমে আসছি নিচে
আরো নিচে।
ক্ষনস্থায়ী প্রতিবাদ ,টুপি  পরা কন্ডমের বিজ্ঞাপনে
শহর এখন ব্যস্ত।
আর আগুন জ্বলছে ,আগুনের ব্যালকনিতে আমি দাঁড়িয়ে
শহর খুঁজছি নিজের মতন বাঁচার।

নিজেকে ভোলাতে বব ডিলন  শুনছি
গাঁজার ঠেকে শুকিয়ে যাওয়া সময়ের ধোঁয়ায় আমি
নেশা হচ্ছে ব্যাভিচারের ,কুসংস্কারে ,মিথ্যাচারের অন্ধকারের ।
সময় আমাকে ডাকছে আরো নিচে চলন্তিকা
তোমার বুকের মাংস খুবলে ,তোমাকে ধর্ষণ করবো বলে
বড় অভাব আজকাল বেঁচে থাকার।  

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...