Thursday, November 26, 2015

মিষ্টি সেই হাসি

মিষ্টি সেই হাসি
................. ঋষি
==============================================
বারান্দায় দাঁড়িয়ে রৌদ্র দেখি
দেখি তুই দাঁড়িয়ে একটা বাসস্ট্যান্ডে।
ঝলমলে রৌদ্র তফাৎ গড়া দুরত্বের হাসি মুগ্ধতা
একটা সময় এসে থামলো
তুই চললি সময়ের সফরে এক মুঠো বাঁচা নিয়ে।

তোর ইতিহাসের ফসিলের কেমন একটা ভ্যাপসা গন্ধ
অনেকদিনের না খোলা জানলার আড়ালে অজস্র লুকোনো বাদুর।
জানলার পুরনো জং ধরা রেলিঙে শৈশবের স্মৃতি
সময়ের দিকে ছুঁড়ে দেওয়া কাগজের জাহাজ
ভাসছে হাওয়ায়।
আর তুই হাওয়ায় হাওয়ায় হাসছিস
ভীষণ সুন্দর সেই হাসি।
তোর শাড়ির ভাঁজে স্বপ্নের হিল্লোলে লুকোনো বাসর
রজনীগন্ধার গন্ধ।
তোর চুলের খোপায় আটকানো অজস্র স্বপ্ন
বোবা গন্ধের মতন।
ঘামের গন্ধের মতন
তোকে রৌদ্র ছোঁয়া শুভেচ্ছা নতুন যাত্রার।

বারান্দায় দাঁড়িয়ে দেখি
এই ভাবে দিন শুরু হলো তোর হাসিমুখে।
ঝলমলে একটা স্পর্শ প্রজাপতির পাখার মতন নীল আকাশে
পাতা মেলছে উড়ছে ,,অনেক উপর ,,হয়তো সবার
বড় মিষ্টি সেই হাসি। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...