Tuesday, November 17, 2015

শহরের কফি সপে

শহরের কফি সপে
................ ঋষি
==========================================
তোর  কফিতে ঠোঁট
উষ্ণ পরশে ভেজা এক মুহুর্তের মেদুরতা।
আমার শহর জুড়ে আজ মুখভার কুয়াসা
রোদ ,ঝড় ,বৃষ্টি সব পুরনো উপখ্যান।
আমার শহরে এখন
বৃষ্টি ব্যাকুলতা।

নির্ভিক স্যাতস্যাতে কফি কর্নারের কাঁচে
অদ্ভূত স্পৃহায় লিখি একটা নাম।
অজানা সে শহরের ইচ্ছা  বুকে করে ছুটে যায়
হাত ধরি।
আচ্ছা আমাদের প্রথম দেখা যদি কোনো কফিশপে হয়
কফির ঠোঁটে ঠোঁট নিয়ে উষ্ণ ওম।
ভিজে যায়
আচ্ছা যদি আমি তোকে কিছু বলতে চাই।
কফির রঙে তেতো মিথ্যা ছেড়ে
কি হবে ?
তৃষ্ণার ওমে শহর ভিজে যাবে
তারপর শীত গরম লেপে শহর।

তোর কফিতে ঠোঁট রেখে দেখি
উষ্ণতা কেমন নোনতা রঙের হয়।
অদ্ভূত শহরের দরজায় তখন এক দমচাপা ভাব
বৃষ্টি আসছে কি হবে।
আমার শহর এখন
ভিজে আমাদের বুকের ভিতর। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...