Tuesday, November 3, 2015

প্রতিক্ষণ

প্রতিক্ষণ
............ ঋষি
==========================================
সকালের বালিশে আজকাল পাপ লেগে থাকে
বেঁচে থাকার পাপ।
সমাজ ,রাষ্ট্র ,জীবন মিলে মিশে হেঁটে চলা
মেনে  চলা।
নিজের মেরুদন্ডে জমতে থাকা বাতাস
টুকরো টুকরো আমি।

যেখান  থেকে সূর্য দেখা যায় জন্মের
নোংরা কর্পোরেসনের বডি  তোলা গাড়িটা দেখা যায় না।
গঙ্গার জলে ধর্ম দেখা যায়
অথচ অজস্র জীবানুর বিসাক্ততা ছুঁয়ে যায় না।
হে হৃদয়
তোমার হৃদ্স্পন্দমে জমতে থাকা পাহাড় প্রমান চর্বি ,
তোমার জন্মের কবিতায়
কোথাই  আবার জন্ম লেখা যায় না।
একটা জন্ম
মৃত্যু সামিল সময়ের বাজারের বিকিকিনি।
কিন্তু ঈশ্বর প্রেম কেনা যায় না
শরীর কেনা গেলেও ,
 জীবন না।

সকালের বালিশে আজকাল লালা  লেগে থাকে
লোভের লালা।
আমাদের ঠোঁট বেয়ে কখন যেন কন্ঠদ্বার স্পর্শ করে
স্পর্শ  হৃদয়ের পঙ্কিল পাঁকে জন্ম একটা দিন।
ঘুম আসে না কিছুতেই
জেগে থাকা ২৪ X ৭ ,,প্রতিমুহুর্তে। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...