Tuesday, November 3, 2015

দেবী মল্লিক

দেবী মল্লিক
................. ঋষি
===========================================
ঘুম ভেঙ্গে তাকিয়ে থাকি অন্ধকার রাত্রে
সামনে দেখি দেবী মল্লিকের মুখ।
আমার ঠোঁট ঘেঁষে চামড়ার পাঁজরের একটা নরম বুক
আমার ঠোঁটে চাপ।
মুখ তুলে বলে
শালা জানোয়ার মানুষ হলি না।

দেবী মল্লিক
সবাই তাকে দেবু বলেই ডাকে ওদের পাড়ায়।
প্রয়োজনে জীবন
তাই হাততালি দেয় প্রতি জন্মের পাড়ায় পাড়ায়।
মুখ হা করে পানের পিক ফেলে
আবার রাস্তায় দাঁড়ায়।
প্রয়োজনে জীবন
রেড লাইটে আটকানো গাড়িগুলোকে পিছু ফিরে ধরে
নোট দে না হলে খিস্তি।
লোকেও দেয় ,,সালা বেজন্মা ,,বুক দেখো
স্কুল ফেরৎ ছেলে গুলো অবাক হয়।
অবাকি বটে ছেলে না মেয়ে
অদ্ভূত।

ঘুম ভেঙ্গে তাকিয়ে দেখি দেবী মল্লিক
বুকের উপর উঠে।
বলছে শুয়োরের বাচ্চা খাড়া কর ঢুকছে না যে
আয় তোকে আজ জন্মাতরে ঢুকিয়ে নি নিজের ভিতরে।
আমি কাঁপছি ,ঠিক যেমন কেঁপেছিলাম তোমার স্পর্শে
উফ্ফ্স পুরুষ আর নারীর  ফাঁকে  দেবী মল্লিক। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...