Friday, November 20, 2015

জীবন স্পন্দনে

জীবন স্পন্দনে
................ ঋষি
===========================================

তোকে দেখবো এখন
নির্দিষ্ট বরাদ্দ জীবনের বাইরে তোকে ভাববো।
ওয়েটিং এ সময়ের পর্দায় অভিন্ন রঙের ছায়াছবি
জীবন এমন হয়।
কাগজের উপর শুকিয়ে যাওয়া কালির মতন
ছড়িয়ে ,ছিটিয়ে ,জ্যামিতির বাইরে।

নির্দিষ্ট সূচিতে, জীবন তালিকায় জন্ম মৃত্যু জুড়ে শুধু বাহানা
বেঁচে আছি আমরা।
তবে কি সত্যি বেঁচে ,নাকি আরো বেশি বাঁচতে চাই
কলের পুতুলের মতন স্টেজের উপর অনবরত চলা ফেরা
মুখ ভেঙচে  জীবনকে বলা বেশ আছি।
উঠবোস করে ,মুরগির মতন ঠোকরাতে থাকা খিদে
আর খুঁজতে থাকা বাঁচা
এটাই কি জীবন।
বেঁচে থাকার ক্রমানয়ে সাজানো একটা সার্কেল
ঠিক একটা নিয়ম।
শুরুর থেকে শেষ ,শেষের শুরু কখনো নয়
সাজানো স্তব্ধতায়।

তোকে দেখবো এখন
নির্দিষ্ট বরাদ্দ করে রাখা হিসেবের বাইরে জীবনের প্রলোভনে।
এখন রাত্রি কিংবা আলো কিছু নয়
এখন শরীর আছে কি নেই কিছু নয় ,অবয়ব জরুরি নয়।
একটু আলোক আঁধারী স্পর্শ
জীবন স্পন্দনে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...