Friday, November 27, 2015

ননভেজ আর ভেজ

ননভেজ আর ভেজ
.................. ঋষি
===============================================

আজ মেনুতে কি
নন ভেজ না ভেজ কোনটা।
ননভেজ মানে তো আমি স্লাং বুঝি , সোজা বাংলায় খিস্তি
ভেজটা হলো সো কল্ড  ভদ্রস্থ।
তবে ননভেজ আমার বেশি পছন্দ
বেশ পরিস্কার দেওয়া যায় আর পরিস্কার শোনা।

তো কোনটা ইউস করি বলো
আরে কিসের জন্য তা তো বলো  খাবে ,মাথায় দেবে ,দেশকে দেবে,সময়কে।
ধুস যদি খেতে চাই তাও ননভেজ
আর যদি বাকিদের জন্য তাও ননভেজ ।
আসলে ভেজটা আজকাল হজম হয় না আমার কিংবা বাকিদের
ভেজ দিলেই কেমন যেন শান্তি ,শান্তি ভাব ।
কেমন একটা ইশ্বরের চুলকানি হৃদয়ের ঘামে
তাই ননভেজটা  বেশ ।
পেট গরম নেই ,মাথা না ,অম্বল বুক জ্বালা সব আছে 
একদম বিন্দাস বিলকুল
সোজা সেই বস্তির নিয়মে নিয়মিত বাঁচা ।

আজ মেনুতে কি
নন ভেজ না ভেজ কোনটা।
ননভেজ মানে আমি অস্তিত্ব বুঝি ,একটু রক্ত ,একটু মাংস
কে চাই ভেজ খেতে এই সময়।
যতক্ষণ না ছাল  ছাড়িয়ে নগ্ন করে রান্না হচ্ছে সভ্যতা
ততক্ষণ বিলকুল বকবাস এই ভেজ শব্দটা। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...