Friday, November 20, 2015

সময়ের সকাল

সময়ের সকাল
.............. ঋষি
================================================

বুকের কাছে ফোনটা জড়িয়ে শুই
যদি তুই আসিস  ,আমার ঘুম ভাঙবে ভাইব্রেসানে।
আচ্ছা চলন্তিকা কাল সকালটা কেমন হবে বলতে পারিস
সত্যি কি সবটা মনের মতন হবে।
পুড়ে যাওয়া সময়ের পাতায় নতুন করে লেখা যাবে
চলন্তিকা আমি আছি বেঁচে।

এখান থেকে সকাল দেখা যায়
চলন্তিকা সকালের জন্ম যে গর্ভে সেই নারীকে আমি দেখতে চাই।
দেখতে  চাই তার রূপ ,দেখতে চাই তার পুরুষকে
যে তাকে ভালোবাসে।
কারণ ভালোবাসলে যে সকাল আসে
সেটা আমি জানি।
কিন্তু চলন্তিকা কখনো ,কোনদিন তাকে ছুঁয়ে দেখি নি
অনুভব করেছি দৈনন্দিন রক্তের গন্ধে
নোনতা স্বাদ।
কেমন একটা অভ্যেস হয়ে গেছে আজকাল এমন থাকতে থাকতে
হাত ধর ,একটু বদলায়
ঠিক আগামী সকালের মতন।

বুকের কাছে ফোনটার ভাইব্রেসান টের পাই
নির্দিষ্ট এল্যার্মক্লকের নকলে গ্র্যান্ড ফাদার ক্লকটা বেজে ওঠে।
শুনতে পাই সময় চলছে দাদুর সময় থেকে ,হয়তোবা আরো আগে থেকে
একটা নিয়মের ভোর হলো ,দোর খোলো ,খোকাখুকু ওঠো রে।
উঠে পরেছি চলন্তিকার আবার একটা দিন
সময়ের সাথে ফুরোতে হবে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...