Tuesday, November 3, 2015

অবেলায়

অবেলায়
................ ঋষি
=========================================
ভেঙ্গে পরা প্রস্তর খন্ডরে
একের পর এক পাথর ভাঙছি।
নিজের মতন জীবনের সত্যিগুলোর ছবি আঁকছি
এক আনকোরা  বিকেলে দরজায়।
ঈশ্বরের সাথে দেখা
প্রশ্নচিন্হ মন্দিরে ঘন্টা বাজার।

সেই ছোটবেলার স্কুলের ঘন্টার ছুট
এক ছুটটে ফিরে আসা সেই বিকেলের খেলার মাঠ।
কিংবা কলজের গেট
সর্বত্র ছুঁয়ে স্বাধীনতার রক্তের মিষ্টি স্বাদ।
মিষ্টি প্রেম ,প্রেমের ঠোঁট ,প্রেমের নিঃশ্বাস
ভাসা ভাসা  কাগজের নৌকোর অন্য খোঁজ সর্বত্র।
জিতে আছি ,জিতে গেছি সময়
হেরে গিয়ে তোর কাছে জীবন।
দিন প্রতিদিন
বদলানো স্বাদ।

ভেঙ্গে পরা পাথরের টুকরোগুলো আদর করি
তুলে রাখি হৃদয়ের ক্যানভাসে স্বপ্নের রঙে
জানি সবাই ফিরে যেতে চাই
রুপোলী দরজায় সময়ের কামুকতা
অনিদ্রায় ঠোঁট খোলা তৃষ্ণা
জীবনের শান্তির খোঁজ অবেলায় 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...