Sunday, November 22, 2015

সময়ের দরজায়

সময়ের দরজায়
......................... ঋষি
==================================================
তোমাকে ভালোবেসেছিলাম বলে
তোমাকে ইশ্বরের আসনে সাজিয়ে চন্দন তুলসিতে সাজিয়েছিলাম।
ভেবেছিলাম তুমি ফুটপাথে সেই বেজন্মা শিশুটাকে দেবে পরিচয়
তুমি সেই হারিয়ে যাওয়া যৌবনকে দেবে ঘর।
তুমি বার্ধ্যক্যের লাঠি হবে
হবে সেই ধর্ষকের শাস্তি যে তোমার মুখে লজ্জা লেপে দিয়েছিলো।

তোমাকে ভালোবেসে
হাজারো জন্ম কুরবান হলো ,ভেসে গেল নদী অশোকের স্পর্শে।
মানুষের হাতে উঠে এলো এ কে ৪৭
আরো কত বারুদের গন্ধে তুমি ছিন্নভিন্ন হলে।
মা পরিচয়ে আলাদা জন্মগুলো তোমাকেই ডাকে অন্য নামে
তোমার পরাধীনতা আজ শিশুপাঠ্য ইতিহাস।
তুমি সময় থেকে এগিয়ে গেছো জঞ্জাল আঁকড়ে
দেখো চেয়ে,,,একটুও বদলাও নি।
তোমার ঠোঁটে লেগে আছে রক্ত সময়ের খিদের
তোমার কাছে বেঁচে থাকা মানে শুধু বাঁচতে থাকা।
যাকে পরিচয় দেওয়ার কথা ছিল সে আজ কোনো গাঁজার ঠেকে
যে যৌবনকে ঘর দেওয়ার কথা ছিল সে এখন নষ্ট পল্লীতে।
যে বার্ধ্যক্যের লাঠি হবে আমি ভেবেছিলাম
সে এখন ভিক্ষে করে খায় তোমার শহরে তোমার দরজায়
এখন বলো তোমাকে ভালোবাসা যায়।

তোমার ভালোবেসে ঘুমিয়ে পরেছিলাম
ঘুম ভেঙ্গে চোখে  পিচুটি নিয়ে উঠে দেখি খিদে পেয়েছে।
বেঁচে থাকার খিদে
তোমার ভাত আর ভালোবাসা গল্পকে আমার বিশ্বাস হয় না।
বিশ্বাস হয় নিজের মেরুদন্ডকে ,বন্দুকের ট্রিগারে রাখা তর্জনীতে
বর্ণপরিচয় ভেকে  তুমি কি আমাকে পরিবর্তন শেখাবে। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...