Wednesday, November 11, 2015

শব্দহীন

শব্দহীন
................ ঋষি
========================================
যন্ত্রণা কোনো শব্দ নয়
জামার দাগে মানে আর কি ফসিলের লাম্পট্ট।
একটা উপুড়  করা স্বপ্ন
তার আবছা অবয়বে ফুটে ওটা প্রশ্ন চিন্হ।
যন্ত্রণা নয়
সে যে বিবেকের কাছে প্রশ্ন।
.
দৃশ্যের বাইরে দৃশ্যগুলো আটকে
আজকাল একটা হিরিক লেগেছে যন্ত্রণা ছুঁয়ে বাঁচবার।
প্রমান চাই অসংখ্য জীবনের দূরবীনে দেখা
প্রেমিকের ঠোঁট ছুঁয়ে বিতারিত শোক।
স্বপ্নের নায়কের বদলে যাওয়ার ব্যাথা,
আরো অসংখ্য স্পন্দনে বানানো গল্পকার জীবন।
কিন্তু দৃশ্যের বাইরে ছুঁয়ে আছে
স্তনের মুখে লুকিয়ে থাকা খিদের মুখ
নগ্ন বেশ্যার শরীরে লোকানো সমাজের সংসার।
অশিক্ষার ছোবলে আটকানো জাপানি তেল  
নারী নির্যাতনে বিবস্ত্র শরীর।
প্রতিবাদের নামে  বুজরুকি লাভ লোকসান
বেঁচে থাকার নামে  মেরুদন্ডের সাথে সন্ধি।
.
যন্ত্রণা কোনো শব্দ নয়
বিবেকের আয়নায় দেখা জোকারের মুখ।
তৃতীয় বিশ্বের কোনো শিশু যদি খিদেয়  কাঁদে
প্রথমসারির কাছে তা বিখ্যাত ফটো ফ্রেম।
হাজারো ডলারে বিক্রি হয়ে যাওয়া জীবিত ছবিটা
আসলে যে শিল্পীর বিবেকে  যন্ত্রণা।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...