Thursday, November 5, 2015

কি সেই সভ্যতা

কি সেই সভ্যতা
.................... ঋষি
===========================================

সেই ভাবে লিখতে পারিনি কখনো
সেই ভাবে বলতে পারি নি সময়কে।
বদলে যা
গিলিগিলি গে।
কোনো লিরিকাল হাত ধরে যন্ত্রণার বর্ণমালা
কিছুতেই সভ্যতা মুছতে পারি নি।

কি সেই সভ্যতা ?
সভ্যতা বাথরুমের আয়নায় কান্নার জলে চান করা মুহূর্ত
সভ্যতা কয়েক মাইল  হেঁটে শিক্ষার জয়ধ্বনি শোনার।
সভ্যতা রক্তের প্রাঙ্গনে জন্ম নেওয়া পরাধীনতা
সভ্যতা তাধিনানাতিনা মদের বোতল কর্মহীনতা।
সভ্যতা ছোঁয়াছে রোগ হৃদয়ে প্রেম
সভ্যতা বেআব্রু নারী সামাজিক পণ্য।

সেই  সভ্যতায়
লিখতে পারি  নি নিজের প্রেমিকাকে তোকে ভালোবাসি,
জড়িয়ে ধরিনি কখনো তাকে  গভীরতায় অনিদ্রার চোখে।
চামড়ার পর চামড়া সাজিয়ে সুসজ্জিত বৃহন্নলা
চালাতে পারি  নি  তীর  সমাজের গায়ে।
সবটাই লুকিয়ে থাকা কবিতার পাতা
ঘুন ধরা প্রাচীন ফসিলের মতন।

সেই ভাবে লিখতে পারি নি কখনো
যে আগুনে সভ্যতা পোড়ে তাকে আমি নগ্ন বলি।
নিমজ্জিত নগ্নতায় বেঁচে ফেরা মুহূর্তরা সব মৃত্যুর মতন
সভ্যতা কি তবে প্রাচীন প্রস্তরখন্ডের আদিমতা।
সভ্যতা কি তবে ডিকসানারির একটা শব্দ
নাকি নিলজ্জ সেই কন্যা ভ্রুণ হত্যায়।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...