Thursday, November 26, 2015

ব্রিলিয়ান্ট

  ব্রিলিয়ান্ট শব্দটা
...................... ঋষি
===========================================
অনেক কিছু ব্রিলিয়ান্ট বলে জাহির
যেমন ধরো কোনো কপট প্রেমের চোখে হাসি।
যেমন ধরো বাড়তে থাকা জনসংখ্যা শিক্ষার প্রজনন
নির্দিষ্টতা কোনো অধিকার ,
অনধিকার প্রবেশ ব্রিলিয়ান্ট  শব্দের নজিরে।

অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্লেটের পরীক্ষা অন্য গ্রহতে
চাকরির দিকে তাকিয়ে বখে যাওয়া যৌবনের দিনগুলো।
কিংবা রৌদ্রে দাঁড়িয়ে প্রেমিকার জন্য অপেক্ষা
ব্রিলিয়ান্ট নতুন শব্দ ডিক্সানারিতে।
ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট।ব্রিলিয়ান্ট
শুনলেই মনে পরে ক্লাসে শেষ বেঞ্চ থেকে শোনা স্বপ্নের শব্দ।
জীবনের সিঁড়ির নিচের তলায় দাঁড়িয়ে
যা শুনতে চাই সবাই।
কিন্তু একটু ভালো করে তাকাও মানুষের দিকে
মানুষের জীবিত স্বত্বায় কোথাও কি ব্রিলিয়ান্ট নেই
মানুষও তো জ্যান্ত একটা ব্রিলিয়ান্ট জীবিত সফরে।

অনেক কিছু ব্রিলিয়ান্ট বলে জাহির
আগ্রার তাজমহল ,মিশরের পিরামিড ,প্যারিসের আইফেল টাওয়ার।
আরো কত আছে
কিন্তু ইতিহাস ঘেটে যতটুকু বুঝেছি ব্রিলিয়ান্ট আসলে কিছু না
বেঁচে থাকা মানুষের দিনযাপন।  

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...