Thursday, November 19, 2015

জীবনের গল্প

জীবনের গল্প
...................... ঋষি
=====================================================
একটা অন্য গ্রহের লোভ ছিল ছেলেটার
যে তখন  রাস্তার পাশে নুড়ি কোড়াচ্ছিল।
একটা করে নুড়ি ,আবার একটা ,তারপর একটা
এমন করে কখন যেন একটা পাহাড় হয়ে গেছে।
আর পাহাড়ের ভিতর নতুন জনপদ ,লাইটপোস্ট,পোস্টঅফিস  
ছেলেটা কখন যেন বড় ব্যস্ত হয়ে গেলো ।

একটা ক্ষোভ ছিল তার
পাহাড়ি ঝরনা কাছে ,যা তার সর্বত্র শীতলতার মত।
একটা ক্ষোভ ছিল পাহাড়ি বন্য ফুলের কাছে
যা তার সর্বত্র ছুঁতে পারার মতন।
একটা খিদে
একটু বাঁচা ছিল।
হিসেবের বাইরে
হয়তোবা পাহাড়ি নদীর পাশে সেই শ্মশানের মতন।
কিন্তু কোনো কৃত্রিমতা নয়
কিন্তু কোনো প্রশ্ন নয় ,
সেই ছেলেটা ছিল এটা সত্যি ,এখন নেই।


একটা অন্য গ্রহের লোভ ছিল ছেলেটার
সে সকালবেলা জঙ্গলে পাড়ি দিয়েছিল স্তব্ধতা ধরতে।
অনেকটা পথ হেঁটে ছিল সবুজ গাছেদের সাথে
কত কথা ,হাত ধরে পাশাপাশি এক জীবনের মতন।
কিন্তু ছেলেটা বোঝে নি  জীবনের শেষ আছে
কিন্তু জীবনে কোনো গল্প হয় না ,,অনুভব ছাড়া।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...