Tuesday, November 24, 2015

নারী ও প্রকৃতি

নারী ও প্রকৃতি
................. ঋষি
============================================
কোথায় একটা সারে জাহাসে আচ্ছা টাইপের
একটা মিল আছে
নারী আর প্রকৃতির মাঝে।
সবুজ ,স্বপ্ন ,ছায়া ,বেঁচে থাকা সব নিয়ে
যেমন প্রকৃতি হাসে ,বিশাল এক অদ্ভূত ম্যাজিকের মতন ,
ঠিক তেমন নারী ,নিদ্রাহীন স্বপ্নের মতন।

স্বপ্ন জেগে থাকা প্রাণে
প্রতিটা জন্ম নারী শরীরের পট্রেটে আদিম রূপ।
নারী যেমন ইশ্বরের ভাবনার সঙ্গী
ঠিক তেমনি বেআব্রু স্তন মায়ের বুক।
প্রকৃতির ঋতুর মতন পরিবর্তীত নারী অস্তিত্বের
এক আজন্ম ম্যাজিক।
এই পরিবর্তন শুধু নারী হৃদয়ে সম্ভব
কন্যা থেকে নারী এই লম্বা সফরে নারী পরিবর্তিত এক প্রকৃতির মতন।
প্রকৃতির রুক্ষতা ,সূক্ষতা ,অনুভব ,অনুভূতি
এক আসনে আসীন
নারী ও প্রকৃতি।

কোথায় যেন একটা অদ্ভূত মিল আছে
যেখানে প্রকৃতি শুরু সৃষ্টির আনন্দে বিলীন এক অদ্ভূত রুপকথা।
তেমনি নারী স্রষ্ঠা পৃথিবীর প্রানের
যেমন প্রকৃতির ধ্বংসে ত্রাহি ত্রাহি বেঁচে থাকা জীবনের।
ঠিক তেমন নারীর তৈরী ধ্বংস স্থুপ মৃত্যুর মতন
তবে কেন বলবো না প্রকৃতি হলো নারী কিংবা নারী প্রকৃতি। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...