Friday, November 20, 2015

উইন্ড চার্ম

উইন্ড চার্ম
............... ঋষি
=======================================
তোর মতন না
কেউ হতে পারে না ,হবে কি করে।
সারা বায়ুমন্ডল জুড়ে ,আস্তরণে প্রতি অনুভূতিতে
অদ্ভূত শিহরণ।
আচ্ছা অক্সিজেনের কি খুব প্রয়োজন
তোকে তো হৃদয়ে রেখেছি।

এই ভাবে ঠিক বোঝাতে পারবো না
ধর্মতলার ট্রাম ডিপোর পাশে যে ভিখিরী বসে।
সেই অন্ধ রহিম চাচা বলে
আল্লাহকে নামমে কুছ দে যাও ইস বেসাহারাকো।
আমি একবার প্রশ্ন করেছিলাম
কি চাও দাদা তুমি হাত পেতে সবার কাছে।
আমাকে বলেন ইশ্বরকে চাই ,মরতে চাই তাই
এই ভাবে কি ভালো লাগে।
তোকেও বলছি আমাকে একটা মৃত্যু দে প্লিস
এইভাবে ঠিক ভালো লাগে না ,
রহিম চাচার মতন।

তোর মতন কেউ নেই
সমস্ত আস্তরণে সাজানো জীবিত সফরে অসংখ্য স্পন্দন।
অনেকটা টুং টাং উইন্ড চার্মে রাখা গতিবিধি
সবটুকু মাঝে , যখন একলা লাগে।
তখন একটা স্পেসাল ধ্বনি খুব শুনতে ইচ্ছে  করে
স্মার্ট এফেক্ট মুঠোবন্দী ফোনের।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...