Sunday, November 8, 2015

লন্ডভন্ড সময়

লন্ডভন্ড সময়
............... ঋষি
===============================================

কিছুটা লন্ডভন্ড সময়ের বুক ছিঁড়ে
চলন্তিকা আমার দিকে তাকাও।
আজকাল তো ছুঁয়ে দেওয়া ভীষণ সহজ
ভীষণ সহজ তোমার স্পর্শ।
চলন্তিকা স্পর্শ করো আমাকে
তোমার মুঠোফোনে ,তোমার ইনবক্সে শুধু আমি।

এই মাত্র যে ফোনটা কেটে গেল
চলন্তিকা ওটা জানো ঈশ্বরের কল ছিল।
সময়ের ঈশ্বর
ব্যাস্ত জীবনের সাথে ওঠবস আজকাল শ্বাসকষ্ট হয়।
আমার দিকে তাকাও চলন্তিকা
তুমি কি বোঝো এই যন্ত্রণার মানে।
তুমি কি বোঝো নিস্তব্ধ পাতা ঝরা শব্দের মানে
কান পেতে শোনো।
শুকনো সময় নিজের মতন দিন গুনছে
কোনো অনিদ্রার মতন
আর প্রতিটা দেওয়াল জুড়ে রন্ধ্র বিনম্র প্রাচীর।

কিছুটা লন্ড ভন্ড সময়ের বুক ছিঁড়ে
উপস্থিতি আপাত কালীন সাইরেনে বাজতে থাকা বিপদ।
সময় আর সময়ের ছেঁড়া চাদর
কিছুই ঢাকতে পারি না।
চেষ্টা করি চলন্তিকা পেন্ডুলামে তোমায় রাখতে
সময়ের মুখে তুমি যেন।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...