Thursday, November 26, 2015

চন্ডাশক সময়

চন্ডাশক সময়
.............. ঋষি
==================================================

সমস্ত বিভাজনে অজস্র ঘুনপোকা
ঘুন ধরা দেওয়ালে পলকা সভ্যতা আঁকা শরীর
ধর্মাশক সকলে।
কিন্তু কোথাও কাপুরুষ ধর্মের মতন উলঙ্গ।
নতুন জন্মরা জানে না
আর কিছুদিন তারপর তারা চন্ডাশোককে দেখবে।

পৃথিবীর আবর্তনের বিপন্নতার ফাঁকে
প্রত্যাবর্তন একটা শব্দ ঘড়ির কাঁটায়  স্বপ্নের দামে বিকোয়।
যে পৃথিবীর স্বপ্ন দেখে মানুষ
সেখানে কোনো ধর্ম নেই ,নেই রক্ত ,নেই জাতপাত ,উঁচুনিচু।
মুখোশের প্রতিবাদে
যে আজকে দাঁড়িয়ে বলে আমি হিন্দু।
তামাম দুনিয়ার স্বার্থে যে মাথা চারা দেয় মুসলিম রূপে
যে গির্জার প্রদীপ জ্বালায় যীশুর  পায়ে।
কোথাও ভিন্নতা নেই ,আছে একটা যন্ত্রণার কান্না হাসি ইশ্বরের নামে
আসলে আমার এটা প্রতিবাদ নয়,এটা মানুষের আন্তরিক ।
আসলে এটা  যন্ত্রণা  ,
আমি ঈশ্বর মানি না এটা মিথ্যা।
মানি ইশ্বরকে কোনো অবয়ব ছাড়া ,কোনো সস্তা মোড়ক ছাড়া
মানুষের মতন ,জন্মের নিমগ্নতায়।

সমস্ত বিভাজনে অজস্র ঘুনপোকা সারা বিশ্বের শরীরে
ঈশ্বরের হাতে পেরেক পুঁতে সারা বিশ্বময় নকল ঈশ্বর।
সকলে পূজনীয় হতে চায়
রাম ,শ্যাম,যদু ,মধু সকলে আজকাল ভাই নয়।
আলাদা ঈশ্বর
ধর্মাশক সময়  আজ চন্ডাশকের মতন বেআব্রু। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...