Wednesday, November 11, 2015

নিলাজ নগ্নতায়

নিলাজ নগ্নতায়
....................... ঋষি
===========================================
একটা মিমাংসা দরকার ছিল
আমার ভাড়াটিয়ার সাথে দৈনন্দিন ঝগড়ার।
আমি দোতলায় থাকি
অথচ নিচের তলার অন্ডকোষে জমতে থাকা বিষগুলো।
কখন যেন ভিজতে চায়
আসলে অন্ডকোষ বৃষ্টিতে  ভিজতে ভালোবাসে।
.
একটা বোঝাপড়া দরকার ছিল
পৌরুষ দন্ডে দাঁড়ানো তাঁবুর আড়ালে লুকোনো জিঘাংসা।
হামেসাই ঘটে
দিল্লির আনসল্ভড যোনিতে ঢুকিয়ে দেওয়া লোহার দন্ড।
একটু ভোগ করা উচিত ছিল নিজেদের সাথে  
নিজের ভিতর ,প্রত্যেকের মানবিকতায় শুধু শারীরিক ক্রিয়া।
নগ্নতা সকলে জানে ,অথচ ঢেকে রাখে
একটা ক্যালি বটে।
তবে কিসের নগ্নতায় আদিম জঙ্গলে আদম ইভের সুখ
নাকি নিদিষ্ট ওয়েবসাইটে দেখা জরায়ুর মুখ।
কি আছে সেখানে ,জন্মজন্মান্তরের পাপ নিয়ে
পৌরুষ ভিজিয়ে চলে প্যান্টের সামনে।
অথচ জরায়ু ভেজে না ,স্পর্শ করে না
কিসের সুখ ,কিসের প্রাপ্তি।
.
একটা মিমাংসা দরকার ছিল
রোজকার যোনি দরজায় দাঁড়িয়ে নিজেকে পাওয়ার ছিল।
ভাড়াটিয়ার রোজকার ঝগড়া
আজকাল অসহ্য লাগে নিজেকে অন্ডকোষ ভাবতে।
তাই ভাবছি একবার দরজা ঠেলে ভেতরে ঢুকবো ,
বলবো প্লিস আর ভিজবো না বৃষ্টিতে।   

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...