Saturday, November 21, 2015

ডিপ্রেসানের মানে

ডিপ্রেসানের মানে
.......... ঋষি
============================================
নিরন্তর প্রশ্নগুলো সরিয়ে রাখা
ডিপ্রেসানের মানে আমি জানি না।
তবে এটা  জানি সকলের ডিপ্রেসানে একটা জ্বর আসে
থেমে থাকার জ্বর ,জড়োসড়ো একসাথে।
থার্মমিটারের পারদ বাড়ে  না সময়ের মতন
শুধু উষ্ণতা বাড়তে থাকে।

আরেকটু বাড়িয়ে বলি
কুকুরের গন্ধ শুকে পথ চেনার মতন,
ফিরে আসে বারংবার একই দরজায়।
কিংবা বিড়ালের পা টিপে হেঁটে চলার মতন
নিস্তব্ধতায় একাকার।
কিছু সাথে থাকে না ,কিছু ভালো লাগে না
ভালো না থাকার সুখ।
খারাপ না থাকার দুঃখ
বড় অসহায় একা একা হেঁটে চলে যায়
অচেনা পথে।

নিরন্তর প্রশ্ন গুলো সরিয়ে রাখা
পরীক্ষার রেজাল্ট বেরোবার মতন অদ্ভূত ভুতুড়ে  চাপ।
ডিপ্রেসানের মানে আমি জানি না
তবে এটা জানি কিছু একটা না পাওয়া ,কিছু একটা ছুঁয়ে যাওয়া।
হসেব মতন অনিয়মের বাড়তে থাকা পারদ
ডিপ্রেসানে জ্বর নিরন্তর।  

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...