Saturday, November 21, 2015

অনিয়মিত বাঁচা

অনিয়মিত বাঁচা
.................. ঋষি
========================================

বুম  একটা বিস্ফোরণ বুকের মাঝে
ছিটকে পরছে সময়ের রঙের পিচ্ছিল সব মুহুর্তগুলো।
জড়িয়ে ধরতে চাই
আসলে মাছ ধরতে যায়।
ছিপ  ফেলি ,জাল ফেলি কিছু ওঠে না তৃষ্ণা থেকে
এই সময় শুধু  তুই ছাড়া।

অনেক দিনের আগের কথা ,হয়তো তারও অনেক আগে
ইচ্ছা নদীর ধারে  ইশ্বর তপস্যায়।
কিসের
সে তপস্যা মানুষের বেঁচে থাকার স্পন্দনের।
সে তপস্যা একলা না থাকার ক্রন্দনের
অনেকটা পরে পাওয়া চৌদ্দ আনা।
কিংবা সেই ঋষিজ গর্ভে শকুন্তলার হারানো আংটি
হারায় সবাই।
কিন্তু ফিরে পায় ক জনে
জীবনের মতন তপস্যায় এক আনকোরা তৃপ্তি।
তোর ধ্যানে
নিশ্চিত।

বুম  একটা বিস্ফোরণ বুকের মাঝে
মুহুর্তদের কলকব্জা নাড়িয়ে তোর দরজায় কড়া নাড়ি।
কেউ আছে কি বাড়িতে
নাকি বুকের পাঁজরের প্রতি রন্ধ্রে বয়ে চলা শব্দ চয়নে।
অনিয়মের অশান্তি
সত্যি কি আমি আছি বেঁচে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...