Saturday, November 28, 2015

জানি না সত্যি

জানি না সত্যি
.................. ঋষি
============================================
জানি না সত্যি ,কি ওটা
আকাশের চাঁদ গোল হয় ,পৃথিবীর আকৃতি প্রায় গোল।
কিন্তু ভালোবাসার আকৃতি কেমন
সত্যি জানতে ইচ্ছে হয়।
ওটা কি বলতো,অনুভবে শিহরণ বয়ে যায়
আচ্ছা ভালোবাসা বুঝি এমন দেখতে।

জানি না সত্যি
কিছু বুঝতে পারছি না ,সমস্ত বেড়িয়ে যাচ্ছে মাথা থেকে।
অদ্ভূত একটা শিহরণ
একটা স্পর্শ।
উফ মারাত্নক ,ছুঁয়ে ছুঁয়ে যায়
ওটাই কি ভালোবাসা।
আচ্ছা বাসা মানে তো আশ্রয়  ,তবে ভালোবাসা মানে
খুব ভালো আশ্রয় তাই না।
কিন্তু ভালোবাসার এড্রেস কি ,ওরে মানে ঠিকানা কি
জানিস।
আমি তো ভালোই থাকতে চাই ,খুব ভালো
একবার ভালো বাসার  ঠিকানায় যেতে চাই
ওকে জানালে দিবি।

জানি না সত্যি ওটা কি
পৃথিবীর বেঁচে থাকা বড় বেরঙের ,আর একলা থাকা আরো।
কিন্তু ভালোবাসা কি রঙের হয়
সত্যি জানতে ইচ্ছে হয়।
ও আচ্ছা ভালোবাসা মানে অনুভব ,শিহরণ
যা ছুঁয়ে ছুঁয়ে যায়। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...