Tuesday, November 24, 2015

বদলানো ৩৬৫ X ২৪

বদলানো ৩৬৫ X ২৪
................ ঋষি
==============================================

সকালেরা জানে না সন্ধ্যের কথা
আর সন্ধ্যে কতটুকু বোঝে আলো হারাতে থাকার কথা।
সকালের কিংবদন্তী প্রেমে অক্ষাংনশে দাঁড়িয়ে আমি
অক্ষাংনশের তলপেটে মারাত্নক ব্যাথা।
সবুজ হারানোর
মৃত শ্রাবের মতন বেড়িয়ে আসে আতংক ,,, নিঃশ্বাসে।

অক্ষাংনশের দুপাশে দুই বিশ্বে
আলো আর অন্ধকারের ছিনিমিনি খেলা।
ক্রমশ বিবির্তনের ৩৬৫ X ২৪ ঘন্টার এক আদিম অনন্ত হিসেব
কিন্তু হিসেবের বাইরে একটা পৃথিবী থাকে
যেখানে একটা খিদে।
ভাত আর খিদের সম্পর্কের পুরান ঘেটে
উঠে আসে জীবিতদের আদিম রূপ।
মাত্সান্যায় কোনো বিভাজন ছিল না এই আদিম পৃথিবীর রক্তে
সে যে বেঁচে থাকার খিদে।
আসলে হয়তো সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা ,হিংসা ,মানুষ হারানো
যেমন  কোনো হারানো নয় আধিপত্যের ইঙ্গিত,
সেও এক খিদে।
মন্বন্তরে ভাত ছিল ,,ভিয়েতনামে বাড়তে থাকে মৃতদের মাঝে জীবিত ছিল
আজও আছে প্রতিটা মৃত ও জীবিত আত্মার পরিচয়ে।

সকাল জানে না সন্ধ্যের কথা
তবে গবেষণা বলে সন্ধ্যে হবে ,হবেই অন্ধকার কে আটকাবে।
সভ্যতার আদিম চাকার বিবর্তনের স্পিডে
কোথাও ,কখনো ,কিছু সময় স্পিড ফেল হবে দুর্ঘটনা ঘটবে।
আর সমস্ত দুর্ঘটনা এক একটা অন্ধকার
সেই অন্ধকার থেকে হারানো সবুজের পুনর্বাসন ,,শুধু দীর্ঘশ্বাস।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...