Thursday, November 26, 2015

সত্যতার পুনর্বাসন সম্পর্ক

সত্যতার পুনর্বাসন সম্পর্ক
...................... ঋষি
=====================================================
সত্যতার  পুনর্বাসন যদিও সম্ভব পর নয়
সমস্ত প্রমান ,লোপাট সভ্যতায়।
নিসংকোচে বলতে পারি আমাদের হীনমন্যতা আজ জানোয়ারের সামিল
আর নগ্নতা সেটা ঘোমটার নিচে খ্যামটা নাচ।
সবকিছু সম্ভবপর এখানে মনুষত্ব ছাড়া
নাচতে থাকা বাঞ্জারির হাতে পোষ্য বাঁদর।

সম্পর্ক কুড়িয়ে পাওয়ার মিডিয়ার আরেক রূপ
সম্ভবপর শান্তির আশ্রয় কোটরে কোটরে মৃত সম্পর্কের অজগরের ফোঁস ফোঁস।
সম্পর্ক চামড়া ত্যাগ করে প্রতি ঋতুতে
হৃদয়ের  ব্যর্থতা ঢাকতে চাই আবার এক সম্পর্ক।
শুধু বদলায় না চামড়া ছাড়া সময়ের ঘায়ে
ভাঁজ করে রাখা অন্তর হৃদয় কুঠরিতে যন্ত্রণা।
সভ্যতা এগিয়ে চলে মসৃন হাসির নকল মুখোশে
সত্যি এই সভ্যতা বিজ্ঞাপনে সামিল জাদুঘরের সাজানো কাঁচের ভিতর।
মমির ভিতরে যেমন আস্ত একটা মিশর বাস করে
ইতিহাসের পাতায় যেমন কোনো দেশের উত্থান পতন।
কিন্তু মানুষ নিজেই একটা আস্ত জাদুঘর
যার ঘরের ভিতর ঘর থাকে আবার হৃদয়ের ভিতর হৃদয়।
যার জন্মের সাথে মৃত্যু থাকে আর থাকে সম্পর্ক বাঁচার
হার্টবিট যতক্ষণ চলে ,ততক্ষণ প্রত্যেকের সভ্যতা।

সত্যতার পুনর্বাসন যদিও সম্ভবপর নয়
সমস্ত সাজানো মুখোশের ভিতরে মৃতপ্রায় ফসিলদের গল্প।
গল্প তো সবার থাকে নিজের নিজের বাঁচায়
খুব গোপনে ,অন্তরের কোনো সিন্দুকের ভিতর।
বাঁচতে থাকা প্রাণ পাখি
আরো বাঁচার আশায় ,,,সম্পর্ক নামে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...