Tuesday, November 17, 2015

আয় ঘুম আয়



আয় ঘুম আয় 
.............. ঋষি
===================================================
নষ্টের ভিতর একটা কবিতা জন্ম হলো 
সর্বত্র হাজারো বাজির শব্দে ,আলোতে এই মাত্র চুঁয়ে নামলো প্রেম। 
সবাই দেখছে আকাশ ভর্তি আলো
সবাই ভাবছে সময় হলো। 
অথচ শহরের ফুটপাথে সেই শিশুটা কাঁদছে 
যাকে কেউ এখুনি কেউ ফেলে গেলো।

স্বাভাবিক ভোরের আলোর সাথে 
পথ চলতি উত্সবমুখর জনতা দুঃখের ফাঁকে একটু আনন্দ পেলো।
কি এলো,কি এসে গেলো ,কেউ জানে না 
কেউ এগিয়ে এলো না। 
শুধু কোথা থেকে ছুটে এলো এক ভিখারিনী 
আলোথালু চুল ,অর্ধ নগ্ন খোলা বুকে তুলে নিল জন্মটাকে। 
আসলে জন্ম এমনি হয় সকলের
ভীষণ নগ্ন ,ভীষণ সত্যি। 
দেওয়ালে ঠেকে যাওয়া পিঠের সভ্যতা 
অনেকটা সেই ভিখিরিনীর মতন অর্ধ নগ্ন সত্যি। 
এখানে সাজানো দোকানে বিক্রি সভ্যরা সত্যি নয় 
চির সত্য আমরা আজও অসভ্য রয়ে গেলাম। 

নষ্টের ভিতর একটা কবিতা জন্ম নিল 
এই কবিতার সমস্ত সত্বা জুড়ে দেওয়ালে ঠেকে যাওয়া পিঠ মানুষের। 
কোনো বাজি ফাটছে না ,চারপাশে ঘুটঘুটে অন্ধকার 
সামনে নর্দমার বস্তির পাশে সেই  পাগলিনী জন্ম আগলাচ্ছে। 
আয় ঘুম আয় ,দত্ত পাড়া দিয়ে 
ঘুম ভেঙ্গে যায় সভ্যতা কাঁদছে চিত্কার করে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...