Sunday, November 29, 2015

অনিদিষ্ট আমিত্ব

অনিদিষ্ট আমিত্ব
............ ঋষি
=======================================
অনির্দিষ্টকালীন সুপ্রভাত সকালের
কেউ জানে না কতক্ষণ সে নির্দিষ্ট এই গোলকে।
কেউ জানে না কতক্ষণ আর এই ওঠানামা শ্বাস প্রশ্বাস
অথচ অনির্দিষ্টকালীন এই সময়সীমায়,
আমাদের উতপীড়ন চাওয়া আর পাওয়া
বাকিটা সেই বাউলের গান।

খাঁচার ভিতর অচিন পাখি কেমন আসে যায়
অদ্ভূত এক আলতো মায়া জুড়ে।
সোহাগী আদর এই জীবনের প্রলেপের আস্তরণে
যীশুর দুঃখ শুনে
হেঁটে যাওয়া এই পৃথিবীর পথে।
মাথা ঠোঁকা নরকের দরজায় নেমেসিসের বিচারে
হয়তো কেউ মমির মতন অপেক্ষায় আছে।
কিংবা কেউ নীল নদে চান করে যাত্রা শুরু করে
গৌতম বুদ্ধের মতন বলে ওঠে।
বুদ্ধং শরণং গচ্ছামি,ধর্মং শরণং গচ্ছামি ....
সকলের আশ্রয়ের প্রয়োজন জীবনের পথচলায়
একটা উপলব্ধি আমি আছি।

আর এই অনিদিষ্টসীমানায়  সকলের ভালো লাগে
আমার বলতে ,আমার একটা শব্দ যেটা অত্যন্ত নিজস্ব।
যেখানে একমাত্র তোমার স্পর্শ
আর এই আমারকে আগলে চলে সকলে আমৃত্যু।
আর যাদের আমার টা নেই তারা  খোঁজে
এতে কোনো অন্যায় কই শুধু একটু বেঁচে থাকা ছাড়া।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...