Friday, December 25, 2015

অনুভব (৭)

অনুভব (৭)
............... ঋষি.
=========================================

যন্ত্রণা ভালোবাসায়  ছিল
আয়নায় মুখ দিয়ে ঠোঁট রেখে পুড়ে যাওয়া।
সামান্য কোনো না দেখায়
এত দূর ,ঠিক তত দূর ,যতটা কোনো মাপ নয়।
বুকের ব্রায়ের মাপের সময়
মুখ ঘষা সময়ের কাব্যিকতায় যন্ত্রণার স্বরলিপি।

ভালবাসা অন্তঃস্থলে ,
ঘৃনা সহজ ছিল না ,কপালে ঠোঁট ছুঁয়ে যন্ত্রণা।
একটা ইচ্ছা নদীর প্লাবনে ভেসে ওঠা বাঁচার আকুলতায়
ঈশ্বর প্রাপ্তি প্রেম।
সকলের হয়
কিন্তু সেখানে কোনো অপ্রাপ্তি ছিল না নির্ভিজালে।
কপালের লাল মাটিতে ঠোঁট ঘষে
ক্ষতবিক্ষত সময়ের মুখে অসংখ্য প্লাস্টার।
এবরোখেবড়ো প্রতিশ্রুতি
লিখবো না ,লিখছি না আর যন্ত্রণা
একলা কি লেখা যায়।

যন্ত্রণা ভালোবাসায়  ছিল
কাঁচের ছিন্নভিন্ন শরীরে ক্রমশ পরিস্কার কুয়াসা।
যারা সকালে কুয়াসা কুড়িয়ে আলো নিয়ে আসে
তাদের মাঝে তুমি আগুনের মতন।
তপ্ত তোমার নাভিমূলে অজস্র বাড়তে থাকা সময়
জন্ম নিচ্ছে অনুভবে যন্ত্রণা। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...