Sunday, December 27, 2015

অনুভব (২৩)

অনুভব (২৩)
.................. ঋষি
==============================================
মুহূর্ত মুহূর্তেই থেকে যায়
জীবন জুড়ে  যন্ত্রণা তুই সঙ্গে থাকিস জন্মের আঁতুড়ঘর থেকে।
তোকে চেনে নি যে
সে আজও মাতৃগর্ভে কংসের বিনাশকারী ঐশ্বরিক প্রেম।
নিশ্চিন্তে যার বাঁশিতে বাজতে থাকে মায়া
যন্ত্রণা ঠিক তোর মতন।

বরফ গুহায় সযত্নে রাখা আছে তোর দেওয়া অর্কিড
নিজের ভিতর ,মাথার ভিতর জলতরঙ্গ।
সময় যেন খসে পরে মোমের মতন
আর গলে পড়ে ,কত সহজে নিভে যায়।
মানুষের কাছে প্রেমের সময় কত কম
অথচ যন্ত্রণা তুই সামাজিক।
তোর সাজানো রূপ সার্বিক বিদ্রোহের মতন প্রত্যহ ঘুম ভাঙ্গাতে
তোর কত রূপ কবির কলমে ,গায়কের সুরে ,
বাস্তব জীবনে ,ভীষণ বাস্তববাদী তুই।


মুহূর্ত মুহূর্তেই থেকে যায়
জীবন জুড়ে  যন্ত্রণা তুই সঙ্গে থাকিস সময়ের হাহাকারের মতন।
মানুষের মনে কখনো লোভের মতন বাসা বাঁধিস
কখনো বা বড় রক্তাক্ত  তোর  রূপ।
প্রতিবাদ যে করবো  সেও যে তোর শিষ্য রে
ভুল বলেছি কিনা তোর নিজস্ব আয়নায় একবার দেখে নিস যন্ত্রণা।



No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...