Tuesday, December 29, 2015

অনুভব (৩৭)

অনুভব (৩৭)
................ ঋষি
=================================================
হাট করে খোলা রৌদ্রাবৃত দরজা ঠেলে
তুমি ঢুকে পড়লে ঝড়ো হাওয়া।
চারিদিকে ধুলিঝড় ,উড়ে যাওয়া পাতায় কবিতারা উড়ছে
ঠিক তখনি তুমি মুখোমুখি।
এক মুহুর্তের আলোর সব ঝরনার মতন আমাকে ভেজাচ্ছে
তারপর জীবন হারানো মুহূর্ত।

 মশারির ভিতর মশারি ,তার ভিতর হৃদয়
ঘন গহন অন্ধকারে ,বুকে আধভাঙ্গা শঙ্খচিলের সুর।
শ্যাওলা বরফকুচি হয়ে ছুটে চলে রক্তে
অন্ধকারই একমাত্র বোঝে আমায় যন্ত্রণা।
ঠিক তোমার মতন আমার রক্তে আগুনে ভাঁটা
জিভ টানছে শরীর।
শরীর টানছে তৃষ্ণা
তৃষ্ণার মাঝে তুমি ঠিক যন্ত্রণা অনন্ত অবয়বে।
ভালবাসা হাঁফ ছাড়ে
গদ্যের লবনাক্ত জলে ,
কে মাথার দিব্যি দিয়েছে ,জীবনে এক জনকেই ভালবাসতে হবে ?

হাট করে খোলা রৌদ্রাবৃত দরজা ঠেলে
তুমি ঢুকে পড়লে ঝড়ো হাওয়া।
আমার ভিজে ইতিহাস বাতি জ্বলছে
ধোঁয়াশা ঘরের ভিতর আমি তুমি আর রবি ঠাকুর।
বৈশাখের শেষ নাভিশ্বাস কাদম্বিনীর প্রেমে
ভালোবাসা থাকতে চায় আরো যন্ত্রনায়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...