Thursday, December 17, 2015

কবি সত্বা

কবি সত্বা
..................... ঋষি
================================================

আমি কবি সত্বার সাথে ঈশ্বরের তফাৎ পাই না
ঈশ্বরের মতন কবির মুখেও তথাস্তু লেগে থাকে।
কিছু করার থাকে না ,শুধু দেখে যাওয়া
আর ইশ্বরের মতন আয়ুর খাতায় আঁকিবুঁকি।
ক্রমশ ক্লোজ হতে থাকা চোখে ঘুম
আর তারপর স্বপ্ন সত্যি স্পন্দনের।

কবি প্রকৃতি দেখে লিখে ফেলে প্রিয় নারীর সাথে সঙ্গমের কথা
কবি নারী দেখে লিখে ফেলে প্রিয় সময়ের প্রেমিকার কথা।
কবি জীবন দেখে লিখে ফলে জীবিতদের যন্ত্রণার কথা
কবি মানুষ দেখে লিখে ফেলে তার চিত্কারের কথা।
এই মাত্র আমি আমার বন্ধুর পুত্রের সত্কার করে এলাম
শেষ সময় অবধি তার হাতের মুঠোতে ছিলো মায়ের আঁচল।
দাউ দাউ  আগুন
পুড়ে গেলো ,সত্যি চলে গেল সে আমাদের ছেড়ে।
কি সুন্দর বর্ণনা লিখে ফেল্লাম
সত্যি কবি কি মানুষ হয়।
মানুষের তো মন থাকে ,কবিদেরও কি থাকে
কিছু কি স্পর্শ করে তাদের সত্বাকে।
কাকে করবো  হে ঈশ্বর
 শুধু কি  যন্ত্রণা।

আমি কবি সত্বায় ঈশ্বরের খুঁজি ঐশ্বরিক চোখ
সে চোখে কোনো ক্লান্তি নেই ,নেই লজ্জা ,নেই ভয়।
শুধু এক অধিকার কাজ করে
মানুষের উপস্থিতির ,মানুষের না বলা কথাদের যন্ত্রণা।
এ হলো কচ্ছপের খোলে লুকিয়ে রাখা জীবন
হে কবি তুমি কি মানুষ না।   

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...