Friday, December 25, 2015

অনুভব (৫)

অনুভব (৫)
............. ঋষি
================================================
আজকাল ঘুমের চোখে লেগে গেছে বিদ্রোহ
পাড় ভাঙ্গা শাড়ি তোর যন্ত্রণা।
ঠোঁটে লালচে লিপস্টিক,পাউডার রঙের চামড়ার ভিতর
অজস্র মৃত শোক।
মর্গের দরজায় দাঁড়িয়ে ভিজে যাওয়া  চোখে
কাজল লেপ্টানো অন্য চোখ।

চিনতে পারছি না  তোকে
তুইও ভিজতে পারিস প্রত্যহ কোনো সাজানো ম্যাগাজিনে।
বুঝতে পারছি না তোকে যন্ত্রণা
তোর নাভির উত্পত্তিতে ঠোঁট ঘঁষে কোনো ডোরাকাটা চিতা।
শহর বাজাচ্ছে
বাজাচ্ছে প্রতিদিনকার আবর্তনের পদাবলী।
আর বাজাচ্ছে তোকে
সিনেমায় প্রতারিত হৃদয়ের মতন গলায় ওড়না বাঁধা ঝুলতে থাকা পা।
না সহ্য হচ্ছে না
শব্দ ভাঙ্গার খুনের রক্ত তোর শরীরে
অন্তঃসত্ত্বা তুই মাঝরাতে ঘুম ভেঙ্গে খুঁজিস প্রেমের শরীর।

আজকাল ঘুমের চোখে লেগে গেছে বিদ্রোহ
যন্ত্রণা কান পেতে শুনি রান্নাঘরে কেউ কাঁদছে শাকচুন্নির মতন।
আর তুই ভাবিস মৃত্যুও অহংকারী নিজের কাছে
অথচ শব্দ ভাঙছে ,আবার জুড়ছে।
বদলানো পৃথিবীতে অসম্ভবের চতুর্থ পানিপথ ভিষণ সস্তা
অথচ  সুস্বাদু পানিফলের মতন। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...