Thursday, December 24, 2015

চাবুকের মতন

চাবুকের মতন
.................... ঋষি
==============================================
চাবুক চালিয়ে দেখেছিস কখনো
হাওয়ার ভিতর কেমন উত্তেজক সময়ের মতন।
স্যাই  স্যাই  শব্দ হয়
আর তখনি জানলা ,দরজা ,বন্ধ, করে।
একটু বাঁচতে ইচ্ছে হয়
চাবুকের মতন।

শেওলা ধরা ,ঘুনে কাটা আসবাবপত্র
বয়স বাড়ানো সময়ের ঘড়িকে ঠাট্টা করে বলি।
কিছুই করতে পারলি না
দাগ কাটতে পারলি না আমার ভিতরে আজও সবুজ জঙ্গল।
চালিয়ে গেলি কাঠের ঘোড়া
অথচ  জীবন আর বেঁচে থাকার দূরত্ব থেকে যায়।
সময়ের ওপারে
হৃদয়ের ঘরে অনেকটা সবুজ রং
আর জীবনের পায়চারি।
ইচ্ছে গুলো মরে গিয়েও বেঁচে উঠতে চায়
সময়ের পিঠে চাবুক মেরে বলি
সময় তুমি শুধু চামড়ার।

চাবুক চালিয়ে দেখেছিস কখনো
নিজের রক্তের গন্ধে নিজেকে  ভিজিয়ে দেখেছি।
নাকি শুধু ভিজে গেছি সময়ের যন্ত্রনায়
একবার চাবুক তুলে দেখ।
একবার সময়ের নিলজ্জ পিঠে আঘাত করে দেখ
নিজের পিঠে কত ক্ষত।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...