Saturday, December 19, 2015

কচ্ছপের খোলস

কচ্ছপের খোলস
.............. ঋষি
===========================================

এই যে আগন্তুক সব
মানুষ নিজের গন্ডির সীমানায়।
জুতোমোজা পায়ে প্রতিদিনকার নোংরায় এসে দাঁড়াই
বাড়ির চৌকাঠে গঙ্গা জলের শব্দ।
কিছুতেই বুঝতে চায় না
মানুষ ,গঙ্গার জলে কোটি কোটি জীবানুর বাস।


নিজের খোলসে রাখা কচ্ছপের মতন কয়েক যুগ
নিয়ম এখানে কচ্ছপের খোলস।
বাড়তে থাকা সময়ের শেওলাতে অজস্র ,নিযুত ,অযুত প্রহসন
সমস্ত কাব্যিকতা জুড়ে কেমন এক নরম রসায়ন।
অক্সিজেন  জীবনের ইঙ্গিতে
অথচ কার্বনডাইঅক্সাইড ছাড়া আমাদের যে খিদে পায়।
সবুজ খিদে ,সবুজ আনন্দ
কোনো রকম কৃত্রিমতা ছাড়া।
প্রথম যেদিন মানুষ রওনা চাঁদের বুকে
একবারও  ভাবতে চাই নি চাঁদের দুটো মুখ।
কারণ একটাই
সকলে ভাবতে চাই বিন্দাস।

এই যে আগন্তুক সব
মানুষ নিজেদের হিসেবের সীমানায়।
একটা অদ্ভূত প্রত্যহের বাজারী ফর্দ অদৃশ্য নির্যাস
গড়িয়ে পরছে রক্ত।
মস্তিষ্কের প্রতি নিউরনে বাড়তে থাকা চাপ
মানুষের গঙ্গাজলে গঙ্গা পুজো।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...