Saturday, December 26, 2015

অনুভব (১৫)

অনুভব (১৫)
.................. ঋষি
==============================================
The frivolous and heartless were murmuring ,
In a tone of complete complaint ।
লিখে ফেলছি ,সরি সত্যি বলতে কি
কপি করছি তোকে ।
কোনো লজ্জা নেই যন্ত্রণা তোকে ছুঁতে চাওয়াতে
কারণ যন্ত্রণা তোর একার না ।

শব্দ জব্দের পৃথিবীতে
তীরের থেকে ধারালো চামড়ার সমাজের মুচিদের অধিকার ।
ইচ্ছে মতন ছোটো ,বড় ,করে
ইচ্ছে মত নিজেদের সময়ের গড়ছে ।
একটা অভ্যাস নিজেদের ইচ্ছের মতন
শাশ্বত চলন্তিকার বুকে হাত রাখছে এক অধিকারে।
আর চলন্তিকা সময়ের বুকে মাথা
সেটা বোধ হয় অনিয়ম ।
মুচিরা সকলে অনিয়ন্ত্রিত সামাজিক নিয়মের স্ট্রাইকে
গলির মোড়ে এক নারীকে পেটাচ্ছে
তার নাম বোধ হয় চলন্তিকা ।

Opening the windows, I walked in after them,
Today it is too dark to see anything।
লিখে ফেলছি ,সরি সত্যি বলতে কি
কপি করছি তোকে।
যন্ত্রণা লিখছি প্রতি সময়ের ভাঁজে উত্তরিত মৃতের চাদর
আমাদের গায়ে সার্বিক সময়ে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...