Thursday, December 17, 2015

একটু শান্তির জন্য

একটু শান্তির জন্য
............... ঋষি
===============================================
আরেকটু  এগোয় বুঝলে কলেজস্ট্রিট থেকে
শিয়ালদা ফ্লাইওভারের নিচে।
কি দেখছি এ  ,এতো  অশান্ত মানুষ ,এতো  গম্ভীর কেন সবাই
মাছের বাজার ,সোনার দোকান ,তারপাশে গলি।
গলির পর গলি
সবাই শুধু শরীর হয়ে রইলো ,,শান্তি কোথাই।

সারা পৃথিবীতে  পা দিয়ে দেখি
অসংখ্য সড়ক ,অসংখ্য শহর ,অসংখ্য গলি ,বিশাল মানচিত্র।
তার থেকে বড় মানুষের মন
কিন্তু শান্তি কোথাই।
আর  মানুষ কই  ,এ যে সব মেশিন
পুং  মেশিন ,স্ত্রী মেশিন ,বৃদ্ধ মেশিন ,শিশু মেশিন , নপুংশক মেশিন।
একটা পুরো জাত মেশিন হয়ে গেলো
কেউ খোঁজ করলো না।
জঙ্গল কেটে লোকালয় হলো ,প্রয়োজনীয়তার প্রয়োজন হলো
অথচ কেন ?
শুধু কি বেঁচে থাকা
নাকি শান্তি।

মানুষ তুমি মেশিন হয়ো  না ,মানুষ হয়ে ওঠো
মানুষ তুমি জাত হয়ো  না ,এক জাতি হয়ে ওঠো।
মানুষ তুমি রঙিন  ধর্ম হয়ো না  , এক ধার্মিক হয়ে ওঠো
মানুষ তুমি পতাকা হয়ো না ,বিশ্ব হয়ে ওঠো।
মানুষ তুমি প্রমিথিউসের বয়ে আনা আগুন
তুমি সেই আগুনে পুড়ে শান্তি হয়ে ওঠো।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...