Saturday, December 26, 2015

অনুভব (১০)

অনুভব (১০)
............. ঋষি
===========================================
উপকূলে গোধুলি
মিশে থাকা সমস্ত আবরণে চামড়ার মুখ।
চলছে চলবে জীবনের তাঁতে ক্রমশ ক্লোজআপ
ক্যামেরা চলছে।
তামিলনাড়ুর কোনো এক অঞ্চল ডুবে গেলো মারাত্নক বৃষ্টিতে
সময় চলছে টিকটিক।

যন্ত্রণা তোর অধিকারে সূর্যের রক্তাভ রঙে অব্যক্ত কবিতা পোড়ে
আর আয়নার আমি আর তুই।
পাশাপাশি ফ্রেমে ঝোলানো অজস্র স্তব্ধতা
একটা ব্যাকুলতা।
সময় ছুঁয়ে ভিজতে চাওয়ার হিসেবে তোর ভিজে শরীর
কামার্ত শীত্কার।
বৃষ্টি বদল ,চোখ বন্ধ কোনো পাশবিক অধিকার
সময়ের গায়ে।
লেগে থাকে ভিন্নতা প্রতিবেশী মুলুকের মতন
মাঝখানে কাঁটা তারে ঝোলানো
অন্তরঙ্গ।

উপকূলে গোধুলি
ইলেশ গুঁড়ি বৃষ্টির সাথে কয়েকশো বাক্সবন্দী মুহুত।
আমার বুকে মাথা রেখে যন্ত্রণা বাড়তে থাকে
দূরত্বের দরবারে ভীমসেন।
সেই গম্ভীর সামুদ্রিক স্তব্ধতায়
ঘরবার জীবনের মুহূর্ত। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...