Friday, December 25, 2015

অনুভব (৪)

অনুভব (৪)
...................... ঋষি
=============================================
নেশাটা সহবস্থানে থাক হৃদয়ের ঘরে
যন্ত্রণা কোনো শব্দের মতন তোর শাড়ির ভাঁজে সামাজিক।
সর্বত্র ছড়ানো লোলুপ শরীরের ঘ্রাণে
খানিকটা ইচ্ছা আসুক তোর মতন বেঁচে থাকায়।
অনেকগুলো কোলাজে তৈরী
প্রিয় জীবন বেঁচে আছি আর বাঁচতে থাকায়।

ঠিকানা বদল সম্ভব না
মনের ডাক পিয়নের আসা সেই নীল রঙের চিঠি।
আমি খুলি নি কোনদিন
আদরের রংমশালিতে খুব স্নেহে লুকিয়ে রেখেছি সময়ের থেকে।
আমি পাগলের মতন অলিগলিতে
খুঁজেছি সস্তার নেশার সাথে রঙিন হয়ে।
যন্ত্রণা আরো তোকে পেতে চাই ,আরো নেশায়
আরো ভালবাসায়।
সঙ্গে সস্তা ঘুগনি বা আলুর চাট আর এক ভাঁড় চা
ঠোঁট ডুবে যাক জ্বলন্ত ভাঁড়ে
এই বেঁচে থাকায়।

নেশার সহবস্থানে ভুলতে চাওয়া প্রিয় মুখ
সেটা যে যন্ত্রণা ,আর যন্ত্রণা স্পর্শ  বুকের মাঝে।
কবিতা বিপ্লব হয় নি ,বিপ্লবীরা মৃত এক বুক বারুদের গন্ধে
শুধু সহবস্থানে প্রিয় কবির ঠোঁটে।
লেগে আছে যন্ত্রণা
সময়ের গায়ে ,সময়ের দায়ে ,ভিজে কার্তুজের মতন। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...