Friday, December 11, 2015

প্রকৃতির আদিম দর্শন

প্রকৃতির আদিম দর্শন
........................ ঋষি
==================================================
ধরন ধারণ আর ধারণা
শতযুগ হয়তবা সহস্র প্রাচীন হৃদয়ের দেওয়ালে।
কবি লিখছেন নীরা,আকাশলীনা ,অপর্ণা ,বনলতা ,চলন্তিকা
কতরূপে ,কত রঙে ,সাজিয়ে।
স্তবকে ,স্তবকে অসংখ্য  ফুলেল সৃষ্টিতে
নারী তুমি সুন্দর ফুলের মতন।

কেন লিখছেন
কেন এত প্রেম ,কেন এত দয়া ,কেন এত কবিতা নারী তোমার প্রতি।
তোমার ব্লাউসের আড়ালে রাখা বালিশে
তোমার নাভির গড়িয়ে পরা গন্ধে অবিরাম সৌন্দর্য্য।
কেন লিখছেন প্রেম
দিন ফুরিয়ে রাত্রি আসে কারণ তুমি শরীর।
সময় ফুরিয়ে যুগ ,তারপর যুগান্তরে তুমি  শরীর
এই তো কাব্য।
সদা জাগ্রত  সোডা আর ওয়ান মিশিয়ে নেশার লাল চোখে
কবি সত্যি কি তোমার প্রেম আসে শরীর ছাড়া।
কবি সত্যি কি তুমি ভাবতে পারো নারী বারান্দায় আকাশ ধরতে যায়
বারান্দা থেকে উঁকি মেরে দেখে খোলা আকাশে এক পরম আশ্রয়।
কোনো কারণ ছাড়া সহার্দ্য প্রেমে উন্মুক্ত বুক সোহাগী আদর
ভাবতে পারো তুমি কোনো কুমারী যুবতী নারী যাত্রার পথ।
অনিন্দ্য কোনো পরিবর্তন স্তবকে স্তবকে
এক নারী জীবন প্রকৃতির আদিম দর্শন।

ধরন ধারণ আর ধারণা
কবি তোমাকে বলছি সময় এখন নারী শরীর।
ওই সব প্রেম ,ভালোবাসার বস্তা পচা কাহিনী তুমি আর লিখো না
যদি লিখতেই হয় শরীর লেখ।
ধর্ষিত শরীর ,অবহেলিত শরীর ,যন্ত্রণার শরীর ,আসলে হৃদয়
কবির কলমে জন্ম হোক নারী শরীর প্রকৃতি রূপে মানুষের অন্তরে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...