Friday, December 11, 2015

অন্ধকার হলো

অন্ধকার হলো
................... ঋষি
========================================
নিতান্ত অভাবী তাই
সূর্যের মুছতে থাকা বিকেলকে ভালোবেসে বলি
আলো আবারও এসো কাল।
নিতান্ত দরিদ্র তাই সময়ের সাময়িকী হাতে নিয়ে
খুঁজতে থাকি আলোর পৃথিবী
অনুন্নত তৃতীয় বিশ্বের শেষ আলো।

যাদের পিছিয়ে যাওয়ার কথা ছিল
যেমন আলো এই মুহুর্তে পিছোতে পিছোতে ছায়াময়।
আরেকটু এগিয়ে বৈষ্ণবীর চায়ের দোকান
হারিয়ে যাচ্ছে  আলো যেখানে।
ঠিক সেইখানে এবার শুরু হলো অন্ধকার পৃথিবী
আর কিছুক্ষণ।
তারপর খদ্দের আসবে ,বৈষ্ণবী বৈষ্ণবী একলা মা ব্যস্ত
চাপাতা ফোঁটাতে ফোঁটাতে তেতো হয়ে যাবে।
তারপর শান্তি
তারপর না একটা দিন শুরু।
আলোর পৃথিবী ভাত আর খিদের প্রাচীন অন্তর্দ্বন্দ
ঠিক যেমন রাম আর বাবড়ি মসজিদের তফাত ,
আলোর চোখে হারানো আলো অন্ধকারে
এবার শান্তি আলো নিভলো এইমাত্র।

অন্ধকার হলো
অভাবী চোখে দেখতে পাওয়া খিদের মতন।
নিতান্ত সরল রেখা দুম করে বেঁকে গেল ধনুকের আকারে
আর একটা তীর এগিয়ে এলো আমার চোখে।
রক্ত ঝরছে ,অন্ধকার হঠাত
এইটা সত্য এই মাত্র অন্ধকার হলো আজকে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...