Thursday, December 31, 2015

তবু " Happy New Year "..

তবু " Happy New Year  "
................. ঋষি
=====================================================
৩৬৫ দিন পার  করে  ফেললাম 
শুভেচ্ছা  সময়কে, ওহ  শুভেচ্ছা আপনাদেরও বটে।
ইংরাজিতে একটা নতুন বছরের ক্যালেন্ডারের শেষ পাতায় এসে
বলতেই পারি বদলায় নি বিশেষ।
শুধু চামড়ার বিশেষণ ছাড়া
আর মানুষের অনুবর্তিতায় সেই হীনমন্যতা বদলালো কই।

ওহ ভুল করে বলছি বোধহয়
সমাজের উচ্চপতিরা বলবেন আজকের শুভক্ষণে শুভ শুভ বলো।
আইনের বিচারপতিরা বলবেন এই তো রায় দিলাম ট্রেনজেন্ডারের পক্ষে
আর পুলিশ প্রশাসন বলবে আপনারা সকলেই তো সুরক্ষিত।
কিন্তু আমি বলবো কতটা সুরক্ষিত আমরা ?
গতকাল খবরের পাতার ব্যবসা ১৪ বছরের একটি মেয়ে ধর্ষিত পুলিশ কর্মী দ্বারা
আজকের মিডিয়াতে খবর পুনেতে কল সেন্টারের কর্মী ধর্ষিত।
এখন আপনারা বলবে ধর্ষণ কোনো খবর হলো ওতো মানবিক রেওয়াজ
মেয়েটা বেঁচে  আছে কিনা বলো।
আচ্ছা  তবে শিক্ষা ব্যবস্থা বলি , সময় বলছে ইংরাজি মাধ্যম
অথচ তার  মাধ্যমের প্রারম্ভিক ডোনেসান  এক লাখ।
আপনারা বলবেন আরে মুদ্রাস্ফীতি সময়ের সাথে চলতে হলে মেনে নিতে হয়
কিন্তু প্রশ্ন আমার মেনে চলতে চলতে আর কতটা নামবো আমরা।
যে গরিব দেশের গড় ব্যক্তিগত মাসিক  ইনকাম  ১৪৭১ টাকা
সেখানে বেঁচে থাকাটা যন্ত্রণার,সেখানে আবার নতুন বছর।

তবু ৩৬৫ পার করে আমরা নতুন বছরের দরজায়
ঘড়িতে ঠিক রাত বারোটা ,বিশ্বের নিয়মে নিয়মিত আমি বলতে বাধ্য।
 " Happy New Year  " ,নতুন বছরের শুভেচ্ছা
শুভেচ্ছা আপনাদের বেঁচে থাকাকে।
একই চর্বিত চর্বন, আশা রাখুন হৃদয়ের পক্ষ থেকে সকল মানুষকে
সুস্বাস্থ্য,স্বাধীনতা ,চেতনা আর মানুষের অধিকার। 
.
.
(Happy New Year 2016 wishes to all my friends. New years bring new light to our hope in our lives.)

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...