Friday, December 18, 2015

জোকারের হাসি

জোকারের হাসি
............. ঋষি
==============================================
না হে এ ভীষ্মের ইচ্ছা মৃত্যু না
এ হলো পলিটিক্স ,সোজা বাংলায় নর্দমা।
সময় পেড়িয়ে সময়ে নর্দমার নোংরা বয়ে চলা
ক্রমশ নোংরাগুলোর মিছে বলা।
হাতে মুখে কালি ,তুমি আমি খালি
হাসতে থাকা জোকার সর্বস্য নিজস্বতায়।

নিরবধি বলে এখানে কিছু নেই
সবটাই মূল্যহীন পথচলা সাময়িক পত্রিকার পাতায় পেজ  থ্রি।
আরেকটু বললে
নাটকের সংসারে স্যামপুর ফেনায় সময়ের বুদবুদ
প্রচেষ্টা নোংরা মুছে ফেলার।
প্রচেষ্টা আয়নার গায়ে লেগে থাকে সময়ের হাসি
না না হাসি শুধু ,
কিছুটা কান্না।
আর সেই জোকারের গায়ে হরেক রকম মজা
মজা জীবন
জীবন বেঁচে থাকা।

না হে এ হলো ক্রমশ তুবড়ির মুখে আগুন দেওয়া
বারুদের একটা মিষ্টি গন্ধ।
চুপচাপ ক্রমশ আলোর ঝরনায় ভরতে থাকে
নর্দমার জলে জোকারের মুখে হাসি।
কিন্তু বারুদ পুড়ছে হৃদয়ের ভিতর অনেকটা না বলা
জোকার বলছে আমি আছি তো।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...