Tuesday, December 15, 2015

কবিতায় জীবন

কবিতায় জীবন
................... ঋষি
==================================================
বুকের ভিতর পাথরের দেওয়াল থাকা ভালো
ধ্বনি আর প্রতিধ্বনির মিলিত অবস্থায় একটা যাচ্ছেতাই তো থাকে।

আকাশ থেকে শহর দেখার পর
আমি শহরের গালের তিলে সেই বোবা মেয়েটাকে দেখতে পাই।
রোজ দেখি  না তাকে
যখন শহর দেখি তখনি দেখি তার অশ্রু ভরা চোখ
আর আকাশ লাল হয়ে যায়।

অনেক তো কবিতা হলো
তোমাকে প্রয়োজন আমার ভীষণ শব্দের মতন।
অনেকটা রিখটার স্কেলে মাপতে থাকা দূরত্বকে
পাঁচিল সরে যায়।
ভেঙ্গে পরে হৃদয়ের খাতে অজস্র স্পন্দন
কাঁচের টুকরো।

কেন এমন লিখছি জানি না
সমস্ত কবিতা পুড়িয়ে আমার যে খিদে মেটে না।
সময়ের শরীরে একের পর এক ১৯১১
তবু জীবন থেকে যায়
কবিতায় জীবন।

হাজার অসুখ শব্দ জুড়ে শহরের দরজায় একটা নতুন আশা
তোমাকে লেখা হয় নি " মন " শীত আমার নিজের শহরে।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...