Saturday, December 26, 2015

অনুভব (১৭)

অনুভব (১৭)
........................ ঋষি
==============================================
তোমার অপিরিচিত হিংস্র মুখে
যন্ত্রণা আমি শহর খুঁজি।
ভিজে যাওয়া লাল মাটির শহরের জনস্রোতে
আমি মানুষ খুঁজি।
সময়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে টিপিকাল পোসে
এক একটা সময় দাঁড়িয়ে থাকে।

শহর ছাড়িয়ে পরগনা ,তারপর দেশ
গঙ্গা পদ্মার জল বাঁটওয়ারা হয়।
ভাই ভাই আলাদা হয়ে যায় রক্তের গন্ধ লেগে সময়ে
কিন্তু প্রেম তো রোগের ওষুধ।
কোথাই সে
তোলপাড় হয় শহর , তোলপাড় হয়ে দেশ.
অবশেষে , অহংকার শেষ
নিলিপ্ত মুখে সময় দাঁড়িয়ে থাকে যন্ত্রণার মতন
যন্ত্রণার জান্তব গোঙানি।

তোমার পরিচিত হিংস্র মুখে
আমি খুঁজতে থাকি নিজেকে।
একটা অবস্থান বন্দী দেখতে পাই একটা চার দেওয়ালের ফ্ল্যাটে
আলো বাতাস হীন।
পালাবার কোন পথ নেই
তোমার মতন তোমাকে দেখতে থাকি সময়ে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...