Thursday, December 17, 2015

হে আদম

হে আদম
.............. ঋষি
===============================================

আদিম পুরুষ তোমাকে আমন্ত্রণ একবার আমাকে জড়িয়ে ধরো
বড় প্রয়োজন বড় হবার আগে।
 হে আদম
তোমার প্রতিটা পাপ লেখা থাকুক আগামীর কোনো দিনে।
কথা বলতে শেখার আগে এসো
একবার আলিঙ্গনবদ্ধ হই।

কোনো জন্মের আগে ,কোনো সৃষ্টির আগে
আদিম মাতা ইভের জঠরে শস্যের বীজ বোনার  আগে।
একবার আমাকে জড়িয়ে ধরো
ভাষা আর বিভেদের সৃষ্টির আগে।
কোনো দোভাষীর প্রয়োজনের আগে
কোনো ধর্ম ,জাত , ন্যায় ,অন্যায় সৃষ্টির আগে
আমাকে জড়িয়ে ধরো।
শুনতে পাচ্ছো  বুকের স্পন্দনে ক্রমশ বাড়তে থাকা শ্লেশার  শব্দ
ওগুলো সব ধুলো।
দেখতে পাচ্ছো  আমার দু চোখের কোনে কালি
ওগুলো সব আদিম অন্ধকার।
হে আদম
এমন এক সৃষ্টির পিতা তুমি যেখানে সর্বদা আতঙ্ক।

তুমি দেখতে পাচ্ছো  ভয়
হে আদিম পিতা কেমন পৃথিবী তৈরী করলে তুমি।
যেখানে কোনো স্পন্দন নেই ,নেই বেঁচে থাকা
যতটুকু সবটুকু অনধিকারে দেখা পৃথিবীর আলো।
একবার জড়িয়ে ধরো আদম
তুমি আদিম হও একবার তোমার প্রকাশিত ঢঙে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...