Wednesday, December 16, 2015

খিদের উত্সব

খিদের উত্সব
............... ঋষি
===============================================
 যে উত্সবের অপেক্ষায় আছি
তুমি তাকে অনাহারে এইভাবে দেখো না চলন্তিকা।
যে উত্সবে খিদে বাড়তে থাকে
সেখানে দু ফোঁটা  চোখের জল খানিকটা রসিকতার মতন।
খিদেকে আড়ালে রেখো না
চোখ খুলে বুকের ম্যগাজিনে বুলেট রাখো।

আগুন তো জ্বলছে
যেমন জ্বলছে তোমার ব্লাউসের বোতামের আড়ালে দুটো হিউস বোমা।
বিস্ফোরণ আমি জানি
কিন্তু বিস্ফোরণ হবে মানুষের পক্ষে।
কোনো জাত ,পাত ,ধর্ম ,সমীক্ষা কিছুর কি খুব প্রয়োজন চলন্তিকা
শুধু একটু সময় হলেই চলবে।
নিজের শাড়ির  আঁচলে সময় বেঁধে রেখো না
দরজা খোল ,জানলা খোল ,খুলে ফেলো  নিজের প্রতিবাদ।
দেওয়ালের আড়ালে বাড়তে থাকা চর্বিদের
একটু খিদে দেও ,
মানুষের খিদে
মনুষত্ব।

যে উত্সবের অপেক্ষা পেড়িয়ে  দেওয়ালে পিঠ
সেই পিঠে নাই বা থাকুক সময়ের চাবুকের বিবর্ণ মানচিত্র।
কিন্তু খিদে মরতে দিও না  চলন্তিকা
শহরের রাস্তায় চোখ রেখে দেখো মানুষ বড় কাঁদছে।
তাদের চোখের নুনে কোনো শিল্প নয়
শিল্পের বদলে বাঁচার পথ দেখাও।

 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...