Tuesday, December 29, 2015

অনুভব (২৮)

অনুভব (২৮)
.................... ঋষি
==============================================
যন্ত্রণা তোকে ভেবেই প্রেম যেন ভরা শ্রাবন
তুই অন্ধকারে দেখে যাস আমার সমস্ত অবয়বে অমৃত লোভ।
অমলিন , অকৃতিম ঢেউয়ের ফসফরাস এ
দূর থেকে মাঝি হেঁকে বলে জাগতে রেহো ,কেউ আছ হে।
আমি তো আছি যন্ত্রণা
সেই মাঝি নৌকায় এক বুক সাগরে তোর প্রেমে।

সপ্নরা গুটিসুটি মেরে তোর বিছানায়  ,
জানি ,তুই  কাটাবি সময় সবজান্তা  প্রমিকার মতন।
কাম মোহিত তন্দ্রা সুখে
তোর শীত্কারে আমি ছিন্নভিন্ন কোনো আদিম সময়।
চুপ করে বসে তোর বুকে মাথা রেখে
চিরটাকাল।
তবুও , ভালবাসা পৃথিবীতে প্রায় নেই বললেই চলে ,
তাই , নেশাঘোর চোখে স্বপ্ন ও ভালবাসা থাক যন্ত্রণার স্বরান্তরে।

যন্ত্রণা তোকে ভেবেই প্রেম যেন ভরা শ্রাবন
জল মেশানো প্রেমে আজ জ্যোৎস্নার নির্বাসন।
আমি একলা দাঁড়িয়ে ভিজতে থাকি সময়ের সাথে
সময় কানে কানে ফিসফিস।
সমস্ত সত্বা থেকে একটা বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে
আবার শুকিয়ে যায় বাসি রক্ত মরা শ্রাবন।


No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...