Tuesday, December 29, 2015

অনুভব (৪০)

অনুভব (৪০)
................. ঋষি
================================================
স্তনবৃন্তে তখন অমাবস্যা
অচল চুমুর কাব্যে আমার সদ্য আয়োজন প্রেম।
মনের পটে কুহেলিকা , কুহেলিকায় শব্দ শিল্পের অর্থহীন বিলাপ ,
নিরব দুপুর পুড়তে থাকে ,প্রখর সূর্যের তাপে।
চলো , আজ নিশিরাতে আবার প্রেমের ভান করো
আমি বন ঝিঁঝিঁ , প্রলাপ বকি , , , অহরহ।

ঘুম ভেঙ্গে গেল
চমকে উঠে বসে দেখি সামনে এক ভাঁড় চায়ে তোমার ঠোঁট।
খোলা চিঠি ,নিশি আহ্বান ,কাছে আরো কাছে
তারপর।
ঝাঁ ঝাঁ রোদে তোমাকে  ভালবেসে দেওয়া ফুলগুলো
আর শঙ্খ শুভ্র স্তন বৃন্তে ফোঁটা কবিতারা
সব নষ্ট হয়ে গেল ।
তোমার বুকের মাঠময় প্রদক্ষিণ করেছি
তোমার আঁশটে শরীরে স্নান করেছি।
বুঝে গেছি যন্ত্রণার মানে
নিজের স্তব্ধতায়।

স্তনবৃন্তে তখন অমাবস্যা
আর জীবন জুড়ে না বোঝা কাব্য প্রেম নামক দিনলিপি।
প্রত্যহ নিজে গিটারে অভ্যসের মতন সময়
ঠিক আমার কলমের নিবে রক্তস্নাত তুই কবিতা।
যন্ত্রনায় আর গভীরে
যখন পূর্নিমার আকাশে আমার ঠোঁট তোর ঠোঁটে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...