Saturday, December 26, 2015

অনুভব (২০)

অনুভব (২০)
...................... ঋষি
=====================================================
অনেক বছর ধরে বুকে পুষেছি সৃষ্টির আকাঙ্খা
সৃষ্টি আজ আগুনে পুড়ে ধারালো তলোয়ার।
সাই সাই মাথার উপর যন্ত্রণা
কেমন একটা সাইকেল সিস্টেমে ব্লিডিঙ্গের মতন ফিরে আসে।
অপার্থিব কোনো নষ্ট সময়ের হিসেবে
জীবনের অনেকটা আকাশে লালচে জমে থাকা মেঘ।

যন্ত্রণা তোমার সাথে আড়ালে ,আবডালে
জীবিত থাকার মানে
বুঝি সাত সমুদ্রে উত্তাল প্লাবনের স্বরূপ স্বছন্দ বাঁচা।
এই শব্দটা বাঁচা
নিজের সাথে ঝগড়া করে যন্ত্রণা প্রত্যহ রুটিনমাফিক।
একই রাস্তার বাস ধরে
অফিসে আসে ,হাসে ,গাই ,দারুন সাজে।
তারপর একমাথা অনিদ্রা উকুনের মতন  মাথার ভিতর
একটা সময়ের স্পৃহা
BESIDE THE WORLD TOGETHER WITH LOVELY PAIN  ।

বাতাসের কাঁধে বৃষ্টি ভেজা রাতে যন্ত্রণা  বিবশ করে আমাকে
আমার বুকের ভিতর অনবরত কামড় আর বিদ্রোহ।
কবিতারা মুখ চাওয়া চাওয়ি করে বুঝতে শেখে
পথে নামে সাদা পাতায় স্রোতের মতন।
আর তখনি যন্ত্রণা তুমি চিত্কার করো  মানুষের জন্য
একটা গোটা বিশ্ব তুমি ছাড়া।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...