Saturday, December 19, 2015

প্লিস একটু শান্তি

প্লিস একটু শান্তি
................ ঋষি
=============================================
সেই যে দেশ ভাগ থেকে বলে আসছি
শান্তি।
সেই যে প্রতিবাদ থেকে চিত্কার করছি
শান্তি।
সেই যে বাবরি মসজিদ ,রাম মন্দির থেকে বলছি
শান্তি।

কি হলো শান্তির
কাঁটা তারে ফাইল বন্দী বিভাজন।
জাত ,পাত,ধর্ম ,জীবন হাজারো বিভাজন
বিভাজিত মানুষ।
নারী ,পুরুষ ,বার্ধক্য ,যুবক ,কপতি
কিসের ,কিসের এত সব আইন কানুন ,সমাজ ,রাষ্ট্র ,দেশ।
নিজের জাতীয় পতাকা ,জাতীয় সঙ্গীত
সব যদি ,সমস্ত যদি একসাথে ,একসুরে উচ্চারণ করি।
তবু শান্তি ,
তাকে পাই না।
বরং শান্তি শব্দটা পিস নাম পরিচিত অভিধানে
পিস ,পিস করে এত বিভাজিত সময়  তবুও কই শান্তি।

দেশ ভাগ ,খিদে ,তৃষ্ণা ,বিভাজন সব মাথা পেতে নিলাম
বদলে শান্তি চাই।
প্রতিদিনকার বেঁচে থাকায় সমস্ত অত্যাচার মাথা পেতে নিলাম
একটু শান্তি চাই।
সমস্ত জীবন সময়কে দত্তক দিলাম
প্লিস একটু শান্তি। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...