Saturday, December 26, 2015

অনুভব (১৪)

অনুভব (১৪)
................ ঋষি
===========================================
যন্ত্রণা নাই বা হলি তুই একদিন রাজকন্যা
নাই বা আসলো কোনো রাজপুত্র পক্ষিরাজে চলে।
সমস্ত রূপকথার চরিত্র নাই বা এলো ফিরে
কি হবে শেষে।
আদর খাবি
খুব আদর মানুষের মতন ,জংলি শরীরে।

বেশ তো সময় চাঁটছে তোর শরীরে
শরীরের ঘামের গন্ধে সময়ের ফুসফুসে ডিওড্রেন।
মনে ফাল্গুন ,বুকে ভিসুভিয়াস
বুকের থেকে বুকে ছড়ানো অপরাধ।
অগত্যা , সময়ের মতন  অন্তঃসত্ত্বা তুই
কোনো  অগ্নি গর্ভা.।
যন্ত্রণা কলমের কালিতে আজকাল রক্ত ঝরে আগুন
সময় ঠিক যেমন আলকাতরা।
অন্ধকার কোনো চারদেওয়ালের চিত্কারে
শকুন ওড়ে
ভালোবাসা সে যে সময়ের খাবার।

যন্ত্রণা নাই বা হলি তুই একদিন রাজকন্যা
নাই আসলো ফিরে সেই রাক্ষসী বুড়ি তোর প্রহরায়।
সময় আসবে ফিরে তোর অপেক্ষা
অথচ সময়ের দরজায় আমি দাঁড়িয়ে আছি বাউলের বেশে।
আমার হাতে একতারা ,দোতারা ,তিনতারা
মানুষের মতন অজস্র আমার অনুভবে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...